সিসির ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতা পাকা!

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আবদেল ফাত্তাহ আল সিসি
মিসরের সংবিধানে নতুন সংশোধনী অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। আগামী ৩০ দিনের মধ্যে আয়োজিত গণভোটে সংশোধনীটি অনুমোদন পেলে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সংশোধনীর আগে দ্বিতীয় মেয়াদে চার বছর পূর্ণ করার পর ২০২২ সালে সরে দাঁড়াতে হতো তাকে। তবে পার্লামেন্টের অনুমোদন পাওয়া সংশোধনীতে তার বর্তমান মেয়াদ ছয় বছর করা হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, এএফপি এছাড়া আরও এক মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ পাবেন তিনি। পার্লামেন্টের অনুমোদন পাওয়া সংশোধনীর মাধ্যমে বিচার ব্যবস্থার ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন প্রেসিডেন্ট। জোরালো হবে রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা।৯৭ শতাংশ ভোট নিয়ে গত বছর মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে পুর্ননির্বাচিত হন আবদেল ফাত্তাহ আল সিসি। ২০১৩ সালে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হয়ে ওঠে। সেই সুযোগে সিসির নেতৃত্বে মুরসিকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তারপর দুই দফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন তিনি। মানবাধিকার গ্রম্নপগুলোর অভিযোগ, সিসির আমলে ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন জোরালো হয়েছে। কারাগারে ঢোকানো হয়েছে হাজার হাজার মানুষকে। ২০১৪ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন আবদেল ফাত্তাহ আল সিসি। গত বছর ৯৭ শতাংশ ভোট নিয়ে পুননির্বাচিত হন তিনি। ওই নির্বাচনের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাকারীকে হয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় না হয় কারাগারে ঢোকানো হয়। বর্তমান পার্লামেন্টে সিসির অনুগতরাই সংখ্যাগরিষ্ঠ। বিরোধীরা একে প্রেসিডেন্টের 'রাবার স্টাম্প পার্লামেন্ট' বলে সমালোচনা করে থাকে।