কারাগারে সুদানের ক্ষমতাচু্যত প্রেসিডেন্ট

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ওমর আল বশির
সুদানের ক্ষমতাচু্যত প্রেসিডেন্ট ওমর আল বশিরকে মঙ্গলবার দেশটির সামরিক জান্তা কারাগারে পাঠিয়েছে। বশিরের পরিবারের দুই সূত্রের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সেনা অর্ভু্যত্থানে ক্ষমতাচু্যত প্রেসিডেন্টকে রাজধানী খার্তুমের কোবার কারাগারে নেয়া হয়েছে। এদিকে ওমর আল বশিরকে সপরিবারে আশ্রয় দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওকেলো অরিয়েম বলেছেন, 'ওমর আল বশির বা তার পরিবারের সদস্যরা যদি আশ্রয়ের জন্য আবেদন করেন, তবে উগান্ডার প্রেসিডেন্ট তাদের আবেদন বিবেচনা করবেন। জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে ২০১৮ সালের ডিসেম্বরে সুদানে বিক্ষোভ শুরু হয়। সংবাদসূত্র : রয়টার্স