নটর ডেমের জন্য বিশ্বব্যাপী নকশা আহ্বান

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্ষতিগ্রস্ত নটর ডেম গির্জা
প্যারিসে আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নটর ডেম গির্জার নতুন মিনার নির্মাণ করতে গোটা বিশ্বের স্থপতিদের কাছ থেকে নকশা আহ্বান করতে চলেছে ফ্রান্স। ফরাসি প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ সাংবাদিকদেরকে বলেন, 'নতুন চূড়াটি আমাদের সময়কার নির্মাণশৈলী এবং চ্যালেঞ্জের উপযোগী করে নির্মাণ করা হবে।' সংবাদসূত্র : রয়টার্স আগুনে ৮৫০ বছরের পুরনো ভবনটির উপরে থাকা মিনার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর কয়েক মিনিট হলেই পুরো ক্যাথেড্রালই ভস্মীভূত হয়ে যেত বলে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে প্যারিসের এ বিখ্যাত স্থাপত্য নিদর্শনের দুটি টাওয়ারসহ বেশিরভাগ অংশই আগুনের প্রকোপ থেকে রক্ষা করতে পেরেছেন দমকল কর্মীরা। যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিই এখন ফের গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ ক্যাথেড্রালটি আগের চেয়ে 'আরো বেশি সুন্দর করে' নির্মাণের প্রতিশ্রম্নতি দিয়েছেন। তিনি আগামী ১০ বছরের মধ্যেই এ কাজ সারতে চান। যদিও বিশেষজ্ঞরা বলছেন, স্থাপনাটি ফের নির্মাণ করতে কয়েক দশক লেগে যেতে পারে। গত সোমবার সন্ধ্যায় জনসাধারণের গির্জায় প্রবেশ বন্ধ হওয়ার পর স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে আগুন লাগে। ৪০০ দমকল কর্মী ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে গির্জাটির ১৯ শতকে তৈরি করা মিনার ভেঙে পড়াসহ কাঠের তৈরি ছাদটি ভস্মীভূত হয়ে যায়। কিন্তু সম্মুখের বেল টাওয়ার অক্ষত ছিল এবং আরোকিছু শিল্পকর্ম রক্ষা করা সম্ভব হয়। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফিলিপ প্রশ্ন তুলে বলেন, 'ভেঙে পড়া চূড়াটি সেই ১৯ শতকের ফরাসি স্থপতি ভিয়োলে-লো-দুকের নকশা অনুযায়ীই নতুন করে তৈরি করা হবে, নাকি একেবারেই নতুন নকশায় এটি তৈরি করা ভালো হবে?' বিভিন্ন প্রতিষ্ঠান এবং ধনকুবের ব্যবসায়ী ইতোমধ্যেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নটর ডেম পুনর্র্নিমাণে ৮০ কোটি ইউরো সহায়তা ঘোষণা করেছেন।