২৫ বছরের শত্রম্নতা ভুলে এক মঞ্চে মায়াবতী-মুলায়ম

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দীর্ঘ ২৫ বছরের শত্রম্নতা ভুলে শেষ পর্যন্ত এক মঞ্চে দাঁড়ালেন ভারতের উত্তরপ্রদেশের রাজনীতির দুই মহারথী মুলায়ম সিংহ যাদব এবং মায়াবতী। আর শুধু এক মঞ্চে দাঁড়ানোই নয়, শুক্রবার মৈনপুরীর জনসভায় একে অপরকে প্রশংসাতেও ভাসিয়ে দিলেন -আউটলুক ইনডিয়া
দীর্ঘ ২৫ বছরের শত্রম্নতা ভুলে শেষ পর্যন্ত এক মঞ্চে দাঁড়ালেন ভারতের উত্তরপ্রদেশের রাজনীতির দুই মহারথী মুলায়ম সিংহ যাদব এবং মায়াবতী। আর শুধু এক মঞ্চে দাঁড়ানোই নয়, মৈনপুরীর সভায় মুলায়মকে প্রশংসাতেও ভরিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির কান্ডারি মায়াবতী। তিনি বলেন, 'মুলায়ম সিংহ যাদব সত্যিকারের নেতা, মোদির মতো ভুয়া নন।' অন্যদিকে দলীয় সমর্থকদের মায়াবতীর পা ছুঁয়ে দেখার পরামর্শ দিলেন মুলায়মও। দীর্ঘদিনের শত্রম্নতা এভাবেই একাকার হয়ে গেল এক নিমেষেই। সংবাদসূত্র: এবিপি নিউজ বিজেপিকে আটকাতে ঐতিহাসিক দ্বৈরথ দূরে সরিয়ে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি একজোট হলেও মায়া-মুলায়মকে একসঙ্গে দেখা যাবে কি না, সেই শঙ্কাটা ছিলই। কারণ, শুরু থেকেই এই জোটের মূল উদ্যোক্তা ছিলেন অখিলেশ। যে কারণে এই জোটকে অনেকেই বলছিলেন বুয়া-বাবুয়া (পিসি-ভাইপো) জোট। এছাড়া এই জোটের বিরোধী ছিলেন মুলায়ম। এর আগে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির তিনটি যৌথ সমাবেশে তাকে দেখতে না পাওয়ায় রাজনৈতিক মহলে সেই আশঙ্কাটা আরও জোরদার হচ্ছিল। দেওবন্দ, বদগাঁও, আগ্রার তিনটি জনসভাই স্বাস্থ্যের কারণ দেখিয়ে শেষমেশ বাতিল করেছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই শঙ্কা আর দ্বৈরথ দূরে সরিয়ে প্রায় ২৫ বছর পর মায়াবতীর সঙ্গে এক মঞ্চে উঠলেন মুলায়ম। শুরু থেকেই মায়া-মুলায়মের এই যৌথ সভা ছিল ঐক্যের সুরে বাঁধা। বিজেপিকে হারাতে দলিত-মুসলিম-পিছড়ে বর্গকে একাট্টা করার রাজনৈতিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে মুলায়মের কেন্দ্রে মায়াবতী বললেন, প্রধানমন্ত্রী মোদির মতো মুলায়ম অনগ্রসর সম্প্রদায়ের ভুয়া নেতা নন, তিনি হলেন আসল নেতা। নিজেদের পুরনো তিক্ততার প্রসঙ্গে টেনে এনে মায়াবতী এদিন বলেন, 'সময়ের সঙ্গে অনেক পাল্টে গেছেন মুলায়মজি। সাধারণ মানুষের জন্য তিনি অনেক কিছু করেছেন। সমাজবাদী পার্টির শাসনকালে মহিলাদের উন্নতির জন্য অনেক কিছু করা হয়েছে।' ১৯৯৫ সালে শুরু হয়েছিল মায়া-মুলায়ম শত্রম্নতার। তখন উত্তরপ্রদেশের ক্ষমতায় তাদেরই জোট সরকার। দু'বছর সরকারে থাকার পর হঠাৎই সেই জোট ভেঙে বেরিয়ে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন মায়াবতী।