বিশ্বনেতাদের নিন্দা-ক্ষোভ সাহায্যের আশ্বাস

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের পর গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনায় বিশ্বনেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে তার প্রতিক্রিয়ায় সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি বলেন, 'গির্জা ও হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার জনগণের জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি।' নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, 'নিউজিল্যান্ড সব ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানায়, গত ১৫ ?মার্চ আমাদের মাটিতে হামলার ঘটনা শুধু আমাদের আত্মার শক্তিকে আরও দৃঢ় করেছে। শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে এ ধরনের হামলা ভীষণ বিপর্যয়কর। তার প্রতিক্রিয়া, 'নিউজিল্যান্ড সব ধরনের চরমপন্থাকে বাতিল ঘোষণা করছে এবং ধর্ম পালনের স্বাধীনতা এবং ধার্মিক ব্যক্তিদের নিরাপত্তার অধিকারের পাশে দাঁড়াচ্ছে। এ ধরনের নৃশংসতা বন্ধে সম্মিলিতভাবে আমাদের অবশ্যই এর কারণ খুঁজে বের করে তার সমাধান করতে হবে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে এক চিঠিতে শোক প্রকাশ করে লেখেন, 'ইস্টার উদযাপন করতে জড়ো হওয়া লোকজনের এভাবে ভয়ঙ্কর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া খুবই বেদনাদায়ক।' এক টুইটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, 'শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আমরা এ ধরনের জঘন্য কান্ডের তীব্র নিন্দা জানাই। আমরা শ্রীলঙ্কার জনগণের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং ইস্টারে প্রিয়জন হারানো সবার প্রতি সমবেদনা।' যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এক টুইটে বলেন, 'শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সন্ত্রাসী হামলা সত্যিই আতঙ্কজনক। যারা এই ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে গেছেন, তাদের সবার জন্য আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের অবশ্যই একসঙ্গে দাঁড়াতে হবে এবং কাউকে যেন কখনোই আতঙ্কের সঙ্গে তার বিশ্বাস লালন করতে না হয় সেটা নিশ্চিত করতে হবে।' স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের টুইট, 'সন্ত্রাস এবং বর্বরতা কখনোই আমাদের হারাতে পারবে না।'