সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সুইজারল্যান্ডে তুর্কি কনসু্যলেটে বোমা যাযাদি ডেস্ক সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তুরস্কের কনসু্যলেট লক্ষ্য করে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা 'আনাদোলু'র এক প্রতিবেদনে কনসু্যলেটের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে। সোমবার হামলার ঘটনাটি ঘটে। সোমবারের বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। কনসু্যলেটের কর্মকর্তা আসিয়ে নুরকান ইপেকসি বোমা হামলার খবর নিশ্চিত করেছেন। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে সুইস পুলিশ। তবে তাদের সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি তারা। আসিয়ে নুরকান ইপেকসি বলেন, তুর্কি কনসু্যলেট ভবন লক্ষ্য করে এর আগেও কয়েক দফায় হামলা চালায় সন্ত্রাসীরা। তবে হামলার পর এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কনসু্যলেট ভবনে হামলার দায় স্বীকার করেনি বলেও জানান তিনি। জুরিখের এই তুর্কি কনসু্যলেটে গত দুই বছরে ছয় দফা হামলার ঘটনা ঘটেছে। ২০১৭ সালের মে মাসে সামরিক ধাঁচের টুপি পরে কনসু্যলেট ভবনে তান্ডব চালায় একদল দুর্বৃত্ত। ভবন ছাড়াও পাশের একটি বাস স্টপে তারা 'কিল এরদোয়ান' লেখা চিকা মেরে চলে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে কনসু্যলেটের একটি গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়। সংবাদসূত্র : বিবিসি নাইজেরিয়া জনতার ভিড়ে গাড়ি ১০ জন নিহত যাযাদি ডেস্ক নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইস্টার সানডের শোভাযাত্রা চলার সময় এক পুলিশ সদস্য দ্রম্নতগতিতে তার গাড়ি জনতার ভিড়ের মধ্যে চালিয়ে দিয়েছে। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা ওই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র সোমবার একথা জানায়। রাজ্য পুলিশের নারী মুখপাত্র ম্যারি মলস্নুম জানান, গোম্বে রাজ্যে রোববার ইস্টার সানডে পালনকালে ওই পুলিশ সদস্য এ ভয়াবহ ঘটনা ঘটায়। এ সময় তার ডিউটি ছিল না। মালস্নুম বলেন, এ ঘটনায় 'মোট ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ওই পুলিশ সদস্য ও তার সঙ্গে থাকা আধা-সামরিক বাহিনীর এক সদস্য রয়েছে।' তিনি বলেন, 'আমরা জেনেছি হামলা চালানোর সময় ওই পুলিশ সদস্য ও তার বন্ধু ইউনিফর্ম পরা ছিল না। হামলার পর বিক্ষুব্ধ জনতার পিটুনিতে তারা নিহত হয়।' হামলায় আরও ৩০ শিশু আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন