পুরনো মামলায় বিপাকে পড়লেন কেজরিওয়াল

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক লোকসভা ভোট চলার সময় দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ২০১৩ সালে দায়ের হওয়া একটি মানহানির মামলায় কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া ও স্বরাজ ইনডিয়ার প্রেসিডেন্ট যোগেন্দ্র যাদবকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু তা মানেননি তারা। এরপরই মঙ্গলবার ওই আদালতের বিচারক দিলিস্নর মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও স্বরাজ ইনডিয়ার প্রেসিডেন্টের নামে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন বিচারক। সুরেন্দ্র কুমার শর্মা নামে এক আইনজীবীর দায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু, বুধবার ওই আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে ওই তিনজনের জামিন অযোগ্য পরোয়ানা বাতিল করার জন্য আবেদন জানান তাদের আইনজীবীরা। সওয়াল-জবাবের পর তাতে সম্মতি দিয়ে ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন বিচারক। আগামী ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন।