কুয়েতের যুবরাজ হলেন শেখ সাবাহ
প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০
কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ শনিবার একটি ফরমান জারি করে শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে দেশটির যুবরাজ মনোনীত করেছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা 'কুনা' জানিয়েছে, আমিরের ডিক্রি জারির তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং অফিশিয়াল গেজেটে প্রকাশিত হবে।
শেখ সাবাহ আল-খালিদ এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকার সময়ের এক পর্যায় বিরোধী দলীয় এমপিরা তার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তখন এমপিদের তোপের মুখে পড়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তথ্যসূত্র : রয়টার্স