মার্কিন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ডেমোক্রেট পার্টি থেকে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও জো বাইডেনকে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে। সংবাদসূত্র : বিবিসি, পার্স টুডে ৭৬ বছর বয়সী সিনিয়র নেতা জো বাইডেন নির্বাচনী দৌড়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচনের এখনো প্রায় দেড় বছর বাকি থাকলেও প্রাথমিক পর্যায়ের যেসব জনমত জরিপ হচ্ছে, তাতে বাইডেনই শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। বাইডেনের ঝুলিতে রয়েছে প্রায় ৫০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। ডেমোক্রেট পার্টি থেকে এখন পর্যন্ত ২০ জন ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন।