সুপ্রিম কোর্টে জামিন পেলেন কেজরিওয়াল মুক্তি মিলছে না
প্রকাশ | ১৩ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ভারতের রাজধানী দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মানিলন্ডারিং সংক্রান্ত এক মামলায় অন্তর্র্বর্তী জামিন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা ওই মামলায় তাকে জামিন দেওয়া হয়। তবে জামিন পেলেও আপাতত তাকে জেলেই থাকতে হচ্ছে। কারণ এ সংক্রান্ত অপর এক মামলায় তদন্ত সংস্থা সিবিআইও তাকে গ্রেপ্তার দেখিয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি
দেশটির সুপ্রিম কোর্ট বলেছে, এখন মুখ্যমন্ত্রীর পদে থাকা না, থাকার সিদ্ধান্তটি কেজরিওয়াল নিজেই নেবেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, 'অরবিন্দ কেজরিওয়াল যে একজন নির্বাচিত নেতা সে বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি।'
কেজরিওয়াল ৯০ দিনের বেশি সময় ধরে কারাগারে আছেন বলেও উলেস্নখ করেন তারা। একইসঙ্গে ইডির দায়ের করা মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তারের বৈধতাকে চ্যালেঞ্জ করে করা আবেদন আরও বড় কোনো বেঞ্চের কাছে পাঠানোর সুপারিশ করা হয়েছে।
আদালত বলেছে, যেহেতু বিষয়টি জীবনের অধিকারের সঙ্গে সম্পর্কিত এবং বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর সুপারিশ করা হয়েছে, সে ক্ষেত্রে কেজরিওয়ালকে অন্তর্র্বর্তী জামিন দেওয়া হচ্ছে।
তবে আগামী ১৭ জুলাই সিবিআইয়ের মামলার শুনানি হবে দিলিস্ন হাইকোর্টে।