নেপালে ভূমিধসে নদীতে ভেসে গেল দুই বাস
প্রকাশ | ১৩ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
নেপালে হঠাৎ ভূমিধসে নদীতে ভেসে গেছে দু'টি যাত্রীবাহী বাস। এই ঘটনায় কমপক্ষে ৬৫ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়া দেশটির অন্যস্থানে ভূমিধসে কমপক্ষে আরও ১০ জন নিহত হয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স
হিমালয়ান এই দেশটিতে গত জুনের মাঝামাঝি থেকে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং বন্যার কারণে বহু মানুষ মারা গেছেন।
শুক্রবার ভোরবেলা নেপালের ত্রিশূলী নদীতে ভেসে যাওয়া দু'টি বাসের ৬৫ জন নিখোঁজ যাত্রীর সন্ধানে সেনাবাহিনী ও পুলিশকে নামিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলায় এই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, 'কাঠমান্ডু থেকে গৌড়গামী বাসে ৪১ জন এবং বীরগঞ্জ থেকে কাঠমান্ডুগামী বাসে ২৪ জন যাত্রী ছিলেন। বাস ও যাত্রী উভয়েই ত্রিশূলী নদীতে নিখোঁজ রয়েছে।'
দু'টি বাসই হাইওয়ে দিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ধস নেমে তাদের রাস্তা থেকে ছিটকে নিচের উত্তাল নদীতে ফেলে দেয়।
গত জুনের মাঝামাঝি থেকে ভারী বর্ষণে নেপালে ভূমিধস ও বন্যায় অন্তত ৯১ জনের মৃতু্য হয়েছে।