জরিমানা করায় সার্জেন্টের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

প্রকাশ | ১৩ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বেআইনিভাবে জরিমানা করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক সার্জেন্টের বিরুদ্ধে। ওই ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক শিক্ষক। বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শিক্ষকের অভিযোগ, ট্রাফিক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। তা সত্ত্বেও তাকে বেআইনিভাবে জরিমানা করেন ওই ট্রাফিক সার্জেন্ট। তিনি এ নিয়ে প্রতিবাদ জানালে ট্রাফিক সার্জেন্ট তাকে নানাভাবে হেনস্তা করার পাশাপাশি অকথ্য ভাষায় গালি গালাজ করেন। সেই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষক। যদিও ট্রাফিক পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কলকাতায় এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এ ধরনের বহু ঘটনা ঘটেছে। গত মাসেই এক আইনজীবীকে হেনস্তার অভিযোগ উঠেছিল ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টের এক বিচারপতির নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ট্রাফিক গার্ডের বিরুদ্ধে। তারপরই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী। ওই ঘটনায় ট্রাফিক গার্ডকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ উঠেছিল, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়ার সময় হাইকোর্টের ওই আইনজীবীর কাছে এক হাজার রুপি দাবি করেছিলেন ট্রাফিক গার্ড। তবে টাকা দিতে অস্বীকার করায় আইনজীবীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছিলেন তিনি। এরপরই আইনজীবী টাকা দিতে বাধ্য হয়েছিলেন। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস