বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং মারা গেছেন

যাযাদি ডেস্ক
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং মারা গেছেন
প্রয়াত কে নটওয়ার সিং

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ অসুস্থতার পর শনিবার (১০ আগস্ট) তিনি মারা যান বলে জানানো হয়েছে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং দীর্ঘ অসুস্থতার পর শনিবার রাতে মারা গেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। তারা জানান, দিলিস্নর কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটওয়ার সিং, সেখানে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন।

1

কে নটওয়ার সিং ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন। শনিবার গভীর রাতে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

ওই সূত্রটি শনিবার গভীর রাতে জানিয়েছেন, 'তার (নটওয়ার সিং) ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তার জন্মস্থান থেকে দিলিস্নতে আসছেন শেষকৃত্যের জন্য। রোববার দিলিস্নতে শেষকৃত্যের পরিকল্পনা করা হয়েছে।'

সাবেক কংগ্রেস সংসদ সদস্য কে নটওয়ার সিং ২০০৪-০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ'র প্রথম সরকারের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে