ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র বন্দুক লড়াইয়ে দুই সেনা নিহত হয়েছে।
শনিবার বিকাল থেকে অনন্তনাগের আহলান গাদোলে শুরু হওয়া এই বন্দুক লড়াইয়ে আরও এক সেনা ও দুই বেসামরিক আহত হয়েছেন।
বলা হয়েছে, কোকেরনাগ মহকুমার একটি বনে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্যস্থল করে বিচ্ছিন্নতাবাদীরা। সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেসের ছত্রীসেনারা এই অভিযানে অংশ নিচ্ছিল। বনটিতে সম্ভাব্য বিদেশি সন্ত্রাসীরা লুকিয়ে আছে- এমন ধারণা থেকে সেখানে অভিযান চালানো হচ্ছিল।
সামাজিক মাধ্যম 'এক্স'-এ পোস্ট করা এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর বলেছে, 'অভিযান চলাকালে সন্ত্রাসীদের নির্বিচার, মরিয়া ও বেপরোয়া গুলিবর্ষণে দুই বেসামরিকও আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেওয়ার পর সরিয়ে নেওয়া হয়েছে। অভিযান চলমান রয়েছে।' তথ্যসূত্র : এনডিটিভি