রাশিয়ার একাধিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউক্রেন দাবি করেছে, তাদের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও অগ্রসর হওয়ার পাশাপাশি চারটি সামরিক বিমানঘাঁটিতে দূরপালস্নার ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে 'সিনহুয়া' নিউজ। প্রতিবেদনে বলা হয়, বুধবার টেলিগ্রামে ইউক্রেনীয় জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ভোরোনেজ, কুরস্ক এবং নিঝনি নভগোরোড অঞ্চলে ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল জ্বালানি ও অস্ত্রের গুদাম। তথ্যসূত্র : রয়টার্স, সিনহুয়া ইউক্রেনের বিমান বাহিনী দাবি করে বলেছে, তারা গত ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ার ২৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আর এতে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। অন্যদিকে, এই হামলার সময় রাশিয়াও তিনটি কে এইচ-৫৯ গাইডেড ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। তবে এতে সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 'টেলিগ্রামে' এক পোস্টে বলেছেন, 'বুধবার দিনের শুরুতে কুরস্কের বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় বাহিনী আরও এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।' আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, আনুমানিক ১২ হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে। তারা সীমান্ত এলাকায় একটি কৌশলগত 'বাফার জোন' প্রতিষ্ঠা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, কুরস্কে এক হাজার বর্গকিলোমিটারের বেশি দখলকৃত এলাকায় 'প্রয়োজন হলে' একটি সামরিক কমান্ড্যান্টের অফিস স্থাপন করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন এরই মধ্যে কুরস্কে ইউক্রেনের আক্রমণকে 'বড় ধরনের উসকানি' হিসেবে অভিহিত করেছেন। তিনি ইউক্রেনের বিরুদ্ধে নির্বিচারে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছেন। ইউক্রেনকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ছয়টি হামলা সফলভাবে প্রতিহত করেছে। এ ছাড়াও কুরস্কসহ বেশ কয়েকটি অঞ্চলে ইউক্রেনের উৎক্ষেপণ করা ১১৭টি ড্রোন এবং চারটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন কুরস্ক অভিযানে এরই মধ্যে দুই হাজার ৩০০ সেনা এবং ৩৭টি ট্যাংক হারিয়েছে। রাশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা কুরস্ক পারমাণবিক বিদু্যৎকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা বাড়িয়েছে। এটি সংঘাতের অঞ্চল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।