বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
নারী চিকিৎসক হত্যাকান্ড

ধর্ষণ ও খুনের প্রতিবাদে নারীদের 'রাত দখল' কর্মসূচি ভারতে

কর্মসূচি পালন করার সময় হাসপাতালে হামলা, জরুরি বিভাগ ধ্বংস
যাযাদি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
ধর্ষণ ও খুনের প্রতিবাদে নারীদের 'রাত দখল' কর্মসূচি ভারতে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আরজি করের মেডিকেল শিক্ষানবিস চিকিৎসক মৌমিতা দেবনাথের খুন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গসহ গোটা ভারত। এ ঘটনার বিচারের দাবিতে রাজ্যজুড়ে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নেমেছে বাম, বিজেপি ও কংগ্রেস। বুধবার (১৪ আগস্ট) রাতে 'রাত দখল' কর্মসূচি নেন পশ্চিমবঙ্গের মহিলারা। 'জাস্টিস ফর আরজি কর' এই স্স্নোগানে দেশটির স্বাধীনতা দিবসের আগের রাতে 'রাত দখল' করলেন নারীরা। এদিকে, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে নারীরা মধ্যরাতে যখন কর্মসূচি পালন করছিলেন, তখন ওই সরকারি হাসপাতালটিতে হামলার ঘটনা ঘটেছে। তথ্যসূত্র : তথ্যসূত্র : এবিপি নিউজ, হিন্দুস্তান টাইমস

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতনের প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়। স্বাধীনতা দিবসের রাতে অভিনব এমন প্রতিবাদে নামেন পশ্চিমবঙ্গ, দিলিস্ন, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব গুজরাটসহ অন্যান্য রাজ্যের নারীরাও। নারীদের সঙ্গে রাস্তায় প্রতিবাদ মিছিলে রাত জাগেন সাধারণ মানুষও। ভোর হওয়ার আগ পর্যন্ত তারা 'রাত দখল করে' পথেই ছিলেন।

1

কলকাতার যাদবপুর থেকে নাগেরবাজার, অ্যাকাডেমি চত্বর থেকে শ্যামবাজার মোড়সহ বিভিন্ন এলাকায় ছিল প্রতিবাদের জোয়ার। কিন্তু নারীদের এই উত্তাল প্রতিবাদ চলাকালেই কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল লোক। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হাসপাতালটির জরুরি বিভাগ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

হামলাকারীদের নিরস্ত্র করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। জবাবে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ছোড়া ইটের আঘাতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। তারা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে ও হাসপাতলের সামনে একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আরজি করের পুলিশ ফাঁড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পুলিশ প্রথমে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে তাদের সঙ্গে আর পেরে ওঠেনি। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। নামানো হয় র্'যাফ'।

দোষীদের কঠোরতম সাজা চান মোদি

এদিকে, পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় দোষীদের কঠোরতম সাজা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে এই ঘটনাটিকে গুরুত্বসহকারে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আহ্বানও জানিয়েছেন তিনি।

১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে রাজধানী দিলিস্নর ঐতিহাসিক লালকেলস্না ময়দানে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি। ভাষণে তিনি বলেন, 'আমাদের মা-বোনদের লক্ষ্য করে যেভাবে প্রতিদিন নিষ্ঠুরতা বাড়ছে, এতে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। আমি তাদের এই ক্ষোভ প্রত্যাশা করতে পারি। আমাদের দেশের, সমাজের এবং সব রাজ্য সরকারের উচিত, এই ইসু্যটিকে গুরুত্বসহকারে নেওয়া। নারীদের বিরুদ্ধে সহিংসতা-সংক্রান্ত যে কোনো অপরাধের তদন্ত দ্রম্নততম সময়ের মধ্যে শেষ করতে হবে এবং বিকৃত মস্তিষ্কের এসব অপরাধীদের কঠোরতম সাজা দিতে হবে। সমাজে বিশ্বাস সৃষ্টির জন্য এই ইসু্যতে আমাদের কঠোর হওয়া জরুরি।'

উলেস্নখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে