বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আফগানিস্তানে ১৪ লাখ মেয়ে শিক্ষা বঞ্চিত

যাযাদি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
আফগানিস্তানে ১৪ লাখ মেয়ে শিক্ষা বঞ্চিত

আফগানিস্তানে ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটির অন্তত ১৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ এখন বিপন্ন। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা 'ইউনেস্কো' বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতায় ফিরে আসে। তাদের ক্ষমতায় ফেরার তিন বছর পূর্তি উপলক্ষে ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে, প্রাথমিকেও শিক্ষার্থীর উপস্থিতি ব্যাপকভাবে কমে গেছে। স্কুলে ১১ লাখের কম ছেলেমেয়ে উপস্থিত হচ্ছে।

1

সংস্থাটি আরও বলছে, শিক্ষার্থী ঝরে পড়ার ব্যাপকতার ক্ষতিকর পরিণাম নিয়ে ইউনেস্কো শংকিত। কারণ, এ জন্য শিশু শ্রম ও বাল্যবিয়ে বেড়ে যাবে।

ইউনেস্কো বলছে, মাত্র তিন বছরে আফগানিস্তানের কার্যত কর্তৃপক্ষ গত দুই দশকের শিক্ষার দৃঢ় অগ্রগতি প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ এখন বিপন্ন।

জাতিসংঘের সংস্থা বলছে, আফগানিস্তানে প্রায় ২৫ লাখ মেয়ে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এই সংখ্যা দেশটিতে স্কুল বয়সি মেয়ের প্রায় ৮০ শতাংশকে প্রতিনিধিত্ব করে।

বিশ্বে আফগানিস্তানই একমাত্র দেশ, যেখানে মেয়েদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধ করে

দেওয়া হয়েছে।

আর এ কারণে ২০২১ সাল থেকে অন্তত ১৪ লাখ মেয়ে ইচ্ছাকৃতভাবে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে ইউনেস্কো উলেস্নখ করেছে। এতে দ্রম্নতই উচ্চ-দক্ষ চাকরিতে প্রশিক্ষিত স্নাতকের সংকট ঘটবে, যা উন্নয়ন সমস্যাকে বাড়িয়ে দেবে। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে