ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে তারা হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি থেকে পেছানোর বা কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি ইরান এ থেকে পিছিয়ে যায়, তাহলে আলস্নাহ তাদের শাস্তি দেবেন বলেও সতর্কতা দিয়েছেন তিনি।
গত মাসে ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। এই হত্যাকান্ডের প্রতিশোধ নিতে দখলদার ইসরাইলে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করে ইরান।
খামেনির দাবি, শত্রম্নরা স্নায়ুযুদ্ধের মাধ্যমে ইরানকে চাপ দিচ্ছে, যেন তারা ইসরাইলে হামলার পরিকল্পনা পুনর্বিবেচনা করে। ৮৬ বছর বয়সি এই নেতা বলেছেন, 'ইরান যদি ইসরাইলের ওপর সামরিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায়, তাহলে আলস্নাহ কঠোর শাস্তি দেবেন।'
ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান তাৎক্ষণিকভাবে ইসরাইলের ওপর কোনো হামলা চালায়নি। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের একটি কৌশলগত অবস্থান।
ইসরাইলে হামলা না চালাতে ইরানের ওপর চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। কিন্তু তেহরান জানিয়েছে, তারা এ পরিকল্পনা থেকে পিছপা হবে না।