সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৫ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী জেসিন্ডাকে ৫ ডলার 'ঘুষ'! যাযাদি ডেস্ক ড্রাগন নিয়ে গবেষণা চালুর অনুরোধ জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নকে লেখা চিঠির সঙ্গে পাঁচ ডলার 'ঘুষ' দিয়েছে ১১ বছরের এক বালিকা। তার সরকার এই মুহূর্তে 'আত্মশক্তি ও ড্রাগন' নিয়ে কোনো কাজ করছে না উলেস্নখ করে ফিরতি চিঠিতে সেই 'ঘুষ' ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী। ওই বালিকার নাম ভিক্টোরিয়া। প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে বলেছে, সে আত্মশক্তির অধিকারী হতে চায়, যেন একজন ড্রাগন প্রশিক্ষক হতে পারে। দাপ্তরিক প্যাডে কম্পোজ করা চিঠিতে জেসিন্ডা বলেছেন, 'আমার প্রশাসন বর্তমানে আত্মশক্তি ও ড্রাগন নিয়ে কোনো কাজ করছে না।' অবশ্য হাতে লেখা একটি নোটে জেসিন্ডা যোগ করেছেন, 'আমি ড্রাগনগুলোর ওপর চোখ রাখবো। তারা কী জামা পরে?' জেসিন্ডা আরও লিখেছেন, 'আত্মশক্তি ও ড্রাগন নিয়ে তোমার পরামর্শ শুনতে আমরা খুবই আগ্রহী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে আমরা এগুলোর কোনোটি নিয়েই কাজ করছি না। এ কারণে আমি তোমার পাঠানো অর্থ ফিরিয়ে দিচ্ছি। আত্মশক্তি, টেলিপ্যাথি ও ড্রাগন নিয়ে তোমার অনুসন্ধানের সাফল্য কামনা করছি।' সংবাদসূত্র : বিবিসি হোয়াটসঅ্যাপ থেকেও তথ্য চুরি হয়েছে যাযাদি ডেস্ক বর্তমান বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে সফটওয়্যার বসিয়ে তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, একটি 'নির্দিষ্ট সংখ্যক' ব্যবহারকারীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। উন্নত প্রযুক্তি জ্ঞানের ব্যবহার করে এটা করা হয়েছে। তবে কত সংখ্যক মানুষ এতে আক্রান্ত হয়েছে, সে তথ্য দিতে পারেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইসরাইলি সিকিউরিটি ফার্ম 'এনএসও গ্রম্নপ' এই সাইবার হামলা চালানোর জন্য স্পাইওয়্যার বাজারে ছেড়েছে। বিশ্বজুড়ে ১৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। চলতি মাসের শুরু দিকেই তারা ধরতে পারে, হ্যাকাররা টার্গেট করা ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে ফোন করে তার আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নজরদারির ওই সফটওয়্যার ইন্সটল করতে পারছে। সংবাদসূত্র : বিবিসি