সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
অস্ত্র আইন যুক্তরাষ্ট্রের অবস্থান বোধগম্য নয় : জেসিন্ডা যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটলেও দেশটি এখনো কেন কঠোর অস্ত্র আইন তৈরি করছে না তা কিছুতেই 'বোধগম্য নয়' বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'অস্ট্রেলিয়া হামলার শিকার হয়ে আইন পরিবর্তন করেছে। নিউজিল্যান্ড অভিজ্ঞতা থেকে আইন পরিবর্তন করেছে। কিন্তু সত্যি বলতে কী, যুক্তরাষ্ট্রের ব্যাপারটা আমি বুঝি না।' যুক্তরাষ্ট্রে বছরে ৩০ হাজারেরও বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। এ নিয়ে প্রায় সময় বিদ্যমান অস্ত্র আইন এবং অস্ত্র বিক্রেতা ও রাজনীতিকদের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। নির্বিচার গুলির ঘটনা রুখতে শিক্ষকদের কাছে অস্ত্র রাখার প্রস্তাবের পক্ষে জনসমর্থন আদায়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শক্তিশালী অস্ত্র সমর্থক গ্রম্নপ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)। অন্যদিকে, গত ১৫ মার্চ ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নামের সন্দেহভাজন হামলাকারীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদ। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নুর মসজিদসহ লিনউডের আরেকটি মসজিদে তার তান্ডবের বলি হয় অর্ধশত মানুষ। সংবাদসূত্র : সিএনএন চীনকে 'উন্মুক্ত' করার প্রতিশ্রম্নতি প্রেসিডেন্টের যাযাদি ডেস্ক বিশ্বের সামনে উন্মুক্ত হওয়ার উজ্জ্বল ইতিহাস চীনের আছে এবং ভবিষ্যতে আরও উন্মুক্ত হবে বলে প্রতিশ্রম্নতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ে 'ডায়লগ অব এশিয়ান সিভিলাইজেশন' নামক সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এ প্রতিশ্রম্নতি দেন বলে জানা গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্য বক্তৃতা হলেও বাণিজ্য উত্তেজনা নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি; বরং চীনকে সবার কাছে উন্মুক্ত, হুমকিবিহীন একটি রাষ্ট্র হিসেবে ?উপস্থাপন করেছেন। চৈনিক সভ্যতা 'উন্মুক্ত পদ্ধতির' ছিল এবং তা ধারাবাহিকভাবে বৌদ্ধ ধর্ম, মার্কসবাদ ও ইসলামসহ বিভিন্ন সংস্কৃতির সঙ্গে দেয়া নেয়া করেছে ও তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রেসিডেন্ট শি বলেন, 'আজকের চীন শুধু চীনের নয়, এটি এশিয়ার চীন, এটি বিশ্বের চীন। বিশ্বকে আলিঙ্গন করে নেয়ার জন্য ভবিষ্যতে চীন আরও উন্মুক্ত অবস্থান গ্রহণ করবে। সংবাদসূত্র : রয়টার্স জার্মান চ্যান্সেলরের বিমানে গাড়ির ধাক্কা! যাযাদি ডেস্ক জার্মানির ডর্টমুন্ড বিমানবন্দরে এক নারী কর্মী গাড়ি চালানোর সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিমানে দুর্ঘটনাবশত আঘাত করে। সে বিমানটিতে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ডর্টমুন্ড থেকে বার্লিন ফেরার কথা ছিল। এ দুর্ঘটনার জন্য জার্মান চ্যান্সেলরের বার্লিনে ফিরে আসতে বিলম্ব হয়। সে নারী কর্মী যখন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন, তখন অ্যাঙ্গেলা মার্কেলের বিমানটি দেখে একটি ছবি তোলার জন্য দাঁড়ান। কিন্তু ছবি তোলার সময় বিমানবন্দরের সে কর্মী গাড়িটির ব্রেক করেননি। ফলে সেটি গিয়ে আঁছড়ে পড়ে চ্যান্সেলরের বিমানের সামনে। এরপর অ্যাঙ্গেলা মার্কেল একটি হেলিকপ্টারে করে বার্লিনে ফেরত আসেন। তবে এ ঘটনার সময় অ্যাঙ্গেলা মার্কেল বিমানের ভেতরে ছিলেন না। ডর্টমুন্ডের কাছে একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বিমানবন্দরে ফিরছিলেন। সংবাদসূত্র : বিবিসি নিউজ গাড়ির দাবিতে ধর্নায় মোদির ভাই! যাযাদি ডেস্ক ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থান সফরে গিয়ে একটি পুলিশ স্টেশনে ধর্নায় বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি। মঙ্গলবার প্রদেশের রাজধানী জয়পুরের একটি থানায় গিয়ে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের জন্য আলাদা গাড়ির দাবিতে ধর্নায় বসেন তিনি। তার এই ধর্না প্রায় এক ঘণ্টা ধরে চলে। সেখানকার পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব বলেন, 'প্রহ্লাদ মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিগত দুই নিরাপত্তা কর্মকর্তা বাগারু পুলিশ স্টেশনে তার জন্য অপেক্ষা করছিলেন।' আইন অনুযায়ী, নিরাপত্তাগ্রহণকারী ব্যক্তির গাড়িতেই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের থাকার কথা। 'আমরা তাকে দু'জন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা দেয়ার যে বিধান রয়েছে তা দেখিয়েছি। ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা তার গাড়িতেই থাকবেন; এমন বিধান রয়েছে। কিন্তু প্রহ্লাদ মোদি ব্যক্তিগত দুই নিরাপত্তা কর্মকর্তাকে তার নিজের গাড়িতে নিতে রাজি নন। তিনি তাদের জন্য আলাদা একটি গাড়ির দাবি করেন।' সংবাদসূত্র : এনডিটিভি