হোয়াইট হাউসে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই দাবি ট্রাম্পের

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সমর্থন করে কথা বলেছেন। মার্কিন সরকারের ইরান নীতি নিয়ে হোয়াইট হাউসের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্প তার এই অবস্থান ঘোষণা করলেন। ওই দ্বন্দ্বের জের ধরে জন বোল্টনকে সরিয়ে দেয়া হতে পারে বলেও কোনো কোনো মার্কিন গণমাধ্যম খবর দিয়েছিল। সংবাদসূত্র : পার্স টুডে ট্রাম্প শনিবার ওয়াশিংটনে রিয়াল এস্টেট ব্যবসায়ীদের এক সম্মেলনে বলেন, 'মাইক পম্পেও দারুণ কাজ করছেন, বোল্টনও দারুণ কাজ করে যাচ্ছেন।' তিনি গণমাধ্যমকে আক্রমণ করে বলেন, ইরানের সঙ্গে চলমান পরিস্থিতির ব্যাপারে বোল্টন ও পম্পেওর মধ্যে তীব্র মতপার্থক্য চলছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। ট্রাম্প বলেন, 'তারা (গণমাধ্যম) এ কথা বোঝাতে চায়, আমি আমার সহযোগীদের প্রতি ক্ষুব্ধ হয়ে আছি। কিন্তু আমি আমার সহযোগীদের প্রতি ক্ষুব্ধ নই। আমি নিজেই আমার সিদ্ধান্ত নিয়ে থাকি।' এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। তিনি বলেন, 'আমরা উত্তেজনা বাড়াচ্ছি এবং আমরা সংঘাত চাইছি বলে যে খবর ছড়ানো হচ্ছে, তা হোয়াইট হাউসের জন্য হতাশাজনক। এসব কথার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।'