ভোট শেষ, আজ সোনিয়ার সঙ্গে বৈঠক মায়াবতীর

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দিলিস্নতে মায়াবতীর সঙ্গে সোনিয়া -ফাইল ছবি
যাযাদি ডেস্ক সপ্তম দফার ভোটগ্রহণের মাধ্যমে রোববার শেষ হয়েছে লোকসভার ভোটগ্রহণ। ফল সামনে আসতে আর বেশি দেরি নেই। আগামী ২৩ মে সারা ভারতে একযোগে ফল ঘোষণা করা হবে। এই শেষ দফার ভোটগ্রহণের পর থেকেই জোট সরকার গঠনের সমীকরণের খেলা শুরু হয়ে গেছে। ভোটে যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে শুরু হবে নতুন খেলা। এরই ধারাবাহিকতায় বিরোধী জোটের ভিত শক্ত করতে গত শনিবার রাহুল, অখিলেশ ও মায়াবতীর সঙ্গে দেখা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। আর এবার রাহুল ও সোনিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন মায়াবতী। আজ (সোমবার) কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে দেখা করবেন বহুজন সমাজ পার্টি- বিএসপি নেত্রী মায়াবতী। যদিও উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি- এসপিকে সঙ্গে নিলেও কংগ্রেসকে নেয়নি মায়াবতীর দল বিএসপি। তবে আমেথি ও রায়বেরেলি কংগ্রেসের জন্য ছেড়ে দেয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মায়াবতী। এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের সঙ্গে দেখা গিয়েছিল মায়াবতীকে। কিন্তু এরপর বিরোধী জোটের একাধিক বৈঠক হলেও সেখানে মায়াবতীর উপস্থিতি দেখা যায়নি। শনিবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন চন্দ্রবাবু নাইডু। শেষ দফার আগে জোটের ভিত মজবুত করতে এবার অখিলেশ ও মায়াবতীর সঙ্গেও দেখা করেছেন তিনি। বৈঠক হয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও। এনসিপি-প্রধান শারদ পাওয়ারের সঙ্গেও দেখা করেছেন তিনি। এদিকে, আগামী ২৩ মে ভোটের ফলের দিনেই বিশেষ বৈঠক ডেকেছে কংগ্রেস। সেখানেও উপস্থিত থাকবেন চন্দ্রবাবু নাইডুসহ মহাজোটের শরিকরা। স্বয়ং সোনিয়া গান্ধী ডেকেছেন এই বৈঠক। ভোটের ফলের পর রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হবে সেখানে। এর আগেই নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলছেন চন্দ্রবাবু ও মায়াবতী। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস, কে-২৪ নিউজ