ব্যাঙ্গালুরুতে কংগ্রেস নেতার বাড়ির কাছে নিহত ১

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভারতের লোকসভার নির্বাচনের সপ্তম ও শেষ পর্বের ভোটের দিন দক্ষিণাঞ্চলীয় ব্যাঙ্গালুরু শহরে এক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে ব্যাঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকায় কংগ্রেস দলীয় এক এমএলএ-র বাড়ির কাছে ঘটনাটি ঘটে। কংগ্রেস দলীয় এমএলএ মুনিরত্নার বাড়ির কাছে বিস্ফোরণটি ঘটে। সংবাদসূত্র : এনডিটিভি ব্যাঙ্গালুরুর পুলিশপ্রধান জানিয়েছেন, বিস্ফোরকের অবশেষের নমুনা সংগ্রহ করে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ভঙ্কটেশ নামে শনাক্ত হওয়া এক ব্যক্তি বিস্ফোরণে মারা গেছেন। বিস্ফোরণের পর বিশেষজ্ঞরা ঘটনাস্থলে যান। ভেঙ্কটেশ হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। আর সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে খবর দেন বলে জানান ভিয়ালিকাভাল নামের এক ব্যক্তি। বিস্ফোরণে আশপাশের বাড়িগুলোর জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত ভেঙ্কটেশ পেশায় ধোপা এবং তিনি এই রাজারাজেশ্বরী নগর এলাকারই বাসিন্দা। লোকসভার নির্বাচনের এই পর্বে ব্যাঙ্গালুরুতে কোনো ভোট ছিল না। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো লোকসভার সব আসনের ভোট এরই মধ্যে গ্রহণ করা হয়ে গেছে।