নির্বাচন কমিশন মোদির কাছে আত্মসমর্পণ করেছে :রাহুল

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে একসময় মানুষ ভয় পেত, সম্মান করত কিন্তু আর সেদিন নেই। তারা মোদির কাছে আত্মসমর্পণ করেছে। সংবাদসূত্র : এনডিটিভি, এএনআই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সোমবার বলেন, 'নির্বাচনী বন্ড, ইভিএম, ভোটগ্রহণের দিনক্ষণ, নমো টিভি, মোদির সেনা, কেদারনাথের নাটকের মতো ঘটনা থেকে মোদি ও তার দলের সামনে নির্বাচন কমিশনের আত্মসমর্পণ সব ভারতীয়ের কাছে স্পষ্ট।' নির্বাচন কমিশনকে সাধারণত ভয় ও সম্মান করা হতো। এখন আর তা হয় না।' কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, 'গত দুদিনে মোদি তার তীর্থযাত্রায় ভোটারদের প্রভাবিত করতে ধর্ম ও ধর্মীয় প্রতীক ব্যবহার করেছেন। এতদিন আমাদের অভিযোগ ছিল, কমিশন ঘুমিয়ে রয়েছে। এবার বলতে পারি, কমিশন পুরোপুরি আত্মসমর্পণ করেছে, যা খুবই লজ্জাজনক।' দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বড় অভিযোগ, নরেন্দ্র মোদি ও অমিত শাহকে বারবার নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্তি দেয়া। তা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারের সঙ্গে ভিন্নমত পোষণ করেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। তিনি কমিটির বৈঠক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।