শেষ প্রচারণা

কমলা চাইলেন তরুণদের সমর্থন ট্রাম্প ছিলেন আক্রমণাত্মক

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ। এর আগে সোমবার পেনসিলভানিয়া ও অন্যান্য 'ব্যাটলগ্রাউন্ড' রাজ্যে ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তের প্রচারণা চালিয়েছেন। শেষ প্রচারণায় দুই প্রার্থীই জয়ের প্রত্যাশা করছেন এবং ভোটারদের তাদের পক্ষেই ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় নির্বাচনী প্রচারণার শেষ ভাষণটি দিয়েছেন কমলা হ্যারিস। সেখানে তিনি তরুণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন। জনসম্মুখে দেওয়া এই ভাষণের শেষ পর্যায়ে তিনি বলেন, 'এই প্রচারণা আমেরিকার প্রতিটি কোণের সব শ্রেণির মানুষকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে।' তিনি আরও বলেন, 'আমাদের উদ্দেশ্য বড়- আমরা শক্তি, আশাবাদ ও আনন্দ নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। ঠিক সেভাবেই শেষ করছি এখন।' তিনি তরুণ এবং নতুন ভোটারদের উদ্দেশে বলেন, 'তোমাদের আমি বিশেষভাবে বলছি, আমি তোমাদের শক্তি দেখি এবং আমি তোমাদের নিয়ে গর্বিত।' আমেরিকার বর্তমান এই ভাইস প্রেসিডেন্ট জানেন, এবারের নির্বাচনে জয়ী হতে হলে তাকে তরুণ ভোটারদের সমর্থন পেতে হবে। অন্যদিকে, ভোটের আগে মিশিগানে নিজের সর্বশেষ ভাষণে কমলা হ্যারিসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গভীর রাতে সমর্থকদের উদ্দেশে দেওয়া এই ভাষণে তিনি কমলাকে মৌলবাদী, বাম ও পাগল বলে অভিহিত করেছেন। নির্বাচনের আগে নিজের চূড়ান্ত ভাষণ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার গভীর রাতে মিশিগানের গ্র্যান্ডর্ যাপিড মঞ্চে পৌঁছান। এর আগে ২০১৬ এবং ২০২০ সালেও ট্রাম্প তার প্রচারণা এখান থেকেই শেষ করেছিলেন। নির্বাচনের আগে প্রচারণার সর্বশেষ দিনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম উলেস্নখ করে কিছু বলেননি। তবে এর বিপরীতে ট্রাম্প ছিলেন খুবই আক্রমণাত্মক। ট্রাম্প তার সমর্থকদের বলেন, তিনি এই নির্বাচনে জয়ী হবেন। তার ভাষায়, 'এটি হবে আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় বিজয়।' তিনি বলেন, 'একদিনে চারটি (সমাবেশ) করা একটু কঠিন'। কিন্তু তার মতে, প্রতিটি সমাবেশে তিনি যে সমর্থন পেয়েছেন, তা 'এটিকে মূল্যবান করে তুলেছে'। তিনি সমাবেশে উপস্থিত জনতার কাছে জিজ্ঞাসা করেন, তারা চার বছর আগের তুলনায় এখন ভালো আছেন কিনা। তার প্রশ্নের জবাবে সমাবেশে উপস্থিত জনতা জোরে সাড়া দেয়।