উইদোদো ফের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

ফল মেনে নেবেন না পরাজিত প্রার্থী প্রাবয়ো

প্রকাশ | ২২ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বিজয়ের পর জোকো উইদোদো
ইন্দোনেশিয়ায় আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক জেনারেল প্রাবয়ো সুবিয়ান্তোকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি। সহিংসতা ও অস্থিরতার আশঙ্কায় নির্ধারিত তারিখের একদিন আগে মঙ্গলবার সকালে ভোটের ফল প্রকাশ করা হয়। এদিকে, ভোটে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে অভিযোগ তুলে প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেবেন না বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী প্রাবয়ো সুবিয়ান্তো। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সহিংসতা প্রতিরোধে রাজধানী জাকার্তায় নিরাপত্তা বাহিনীর প্রায় ৩২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন দপ্তরের চারদিকে নিরাপত্তা সদস্যদের মোতায়েন করে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে। আর সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জাকার্তার কিছু স্কুল চলতি সপ্তাহে বন্ধ থাকবে এবং অফিসগুলো তাদের কর্মীদের বাসায় থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বেশ কয়েকজনকে আটকের কথা জানায় ইন্দোনেশিয়ার পুলিশ। তাদের দাবি, ভোটের ফল প্রকাশের সময় রাজনৈতিক দলের মিছিলে হামলার পরিকল্পনা করছিল ওই সন্দেহভাজন জঙ্গিরা। একই দিন দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও রাজনৈতিক জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়ে ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোররাতে দেশটির নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। তারা জানায়, ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উইদোদো ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে পুনর্র্নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবয়ো ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছেন। গত ১৭ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিন জাতীয় ও স্থানীয় পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ১৯ কোটি ২০ লাখের বেশি ভোটার প্রেসিডেন্টের পাশাপাশি ২০ হাজার জাতীয় ও স্থানীয় আইনপ্রণেতাকে বেছে নিতে ভোট দিয়েছেন। নির্বাচনী প্রচারকালে দুইপক্ষের মধ্যে তিক্ততার সৃষ্টি হলেও শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হয়। নিরপেক্ষ পর্যবেক্ষকরা ১৭ এপ্রিলের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল বলে মত দিয়েছেন। আর প্রমাণ না থাকায় সোমবার নির্বাচন কমিশন 'পদ্ধতিগত প্রতারণার' অভিযোগ বাতিল করে দিয়েছে। এদিকে, এই ফল চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন কিনা, তা নিয়ে দ্বিধায় ছিলেন প্রাবয়ো (৬৭)। চূড়ান্ত ভোট গণনার আগে 'ব্যাপক প্রতারণার' অভিযোগ আনেন তিনি। এ ব্যাপারে ব্যাপক বিক্ষোভ হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি। পরে সংবাদ সম্মেলনে প্রাবয়ো জানান, 'জনগণের ম্যান্ডেট ও জব্দ করে নেয়া সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সংবিধান মেনে আইনি পদক্ষেপ' নেবেন তিনি। আর ফল ঘোষণার পর 'রেজাল্ট শিটে' স্বাক্ষর করতে অস্বীকার করেছেন প্রাবয়োর প্রচার টিমের প্রতিনিধি আজিস সুবেক্তি। তিনি বলেন, 'প্রতারণা, মিথ্যা ও গণতন্ত্রের বিরুদ্ধে এসব পদক্ষেপের মুখেও হাল ছাড়ছি না আমরা।' উলেস্নখ্য, নির্বাচনের ফল ঘোষণার তিন দিনের মধ্যে তা চ্যালেঞ্জ করে সাংবিধানিক আদালতে অভিযোগ করার সুযোগ আছে পরাজিত প্রার্থীর। কোনো অভিযোগ করা না হলে নির্বাচনী প্যানেল আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করবে। এর আগে ৫৭ বছরের জোকো উইদোদদো ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। ওই নির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে প্রাবয়োকে পরাজিত করেছিলেন তিনি।