সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হামলাকারী ব্রেনটন ট্যারান্ট
সন্ত্রাসবাদে অভিযুক্ত হামলাকারী ট্যারান্ট যাযাদি ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় আটক অস্ট্রেলিয়ার নাগরিককে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার নিউজিল্যান্ডের পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, হামলাকারী ব্রেনটন ট্যারান্টকে 'সন্ত্রাসবাদে জড়িত' বলে অভিযুক্ত করা হয়েছে। ট্যারান্টের বিরুদ্ধে এরই মধ্যে খুন ও ৪০টি খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আগামী ১৪ জুনে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন ট্যারান্ট। পরে হাসপাতালে আরও একজন মারা যান। সংবাদসূত্র : বিবিসি এভারেস্টে ২৪ বার উঠে রেকর্ড যাযাদি ডেস্ক পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ২৪ বার উঠে রেকর্ড করলেন এক নেপালি শেরপা। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পর্বত চূড়ায় উঠে মঙ্গলবার নিজের রেকর্ড ভঙ্গ করেন ৪৯ বছরের কামি রিতা শেরপা। নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা মিরা আচার্য্য জানান, দক্ষিণ-পূর্বের প্রচলিত পথ ব্যবহার করে আট হাজার ৮৫০ মিটার উঁচুতে পৌঁছতে সক্ষম হন কামি রিতা। এই পথটি ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং শেরপা আবিষ্কার করেছিলেন। সংবাদসূত্র : বিবিসি হুয়াওয়ের বিধিনিষেধ তিন মাস শিথিল যাযাদি ডেস্ক হুয়াওয়ের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ সাময়িক শিথিল করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে হুয়াওয়ের ওপর আরোপিত ওই বাণিজ্য নিষেধাজ্ঞার কিছু অংশ সোমবার শিথিলের কথা বলা হয়েছে। বিশ্বজুড়ে হুয়াওয়ের গ্রাহকের কথা বিবেচনা করে এ শিথিলতা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ থেকে হুয়াওয়ে টেকনোলজিসকে বর্তমান হুয়াওয়ে হ্যান্ডসেটগুলোর জন্য বিদ্যমান নেটওয়ার্ক ও সফটওয়্যার আপডেটের সুবিধার্থে মার্কিন প্রতিষ্ঠানের তৈরি পণ্য কেনার সুযোগ দেবে। তবে নতুন স্মার্টফোন তৈরিতে লাইসেন্স অনুমোদন না হওয়া পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রাংশ কেনার অনুমতি দেবে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস এক বিবৃতিতে বলেন, হুয়াওয়ের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোকে বিকল্প ব্যবস্থা করতে সময় দেয়ার জন্য নতুন এ অনুমোদন দেয়া হলো। সংবাদসূত্র : বিবিসি