প্রেসিডেন্ট হিসেবে কত বেতন পাবেন ট্রাম্প?
প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের একজন হিসেবে বিবেচিত হন আমেরিকার প্রেসিডেন্ট। ক্ষমতা, প্রভাব ও আভিজাত্যে পরিপূর্ণ হয় প্রেসিডেন্টের জীবন-যাপন। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র থেকে কত বেতন পান তিনি? আমেরিকার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টই দেশের সর্বময় কর্তা। ফলে তার বেতনও অন্যদের তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট বছরে ৪,০০,০০০ ডলার বেতন পান।
২০০১ সালে ট্রেজারি অ্যাপ্রোপিয়েশন বিলের একটি বিধান পাস করে এই বেতন নির্ধারণ করেছিল কংগ্রেস। ১৯৬৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের বার্ষিক বেতন ছিল ২,০০,০০০ ডলার। শুধু বেতন নয়, আমেরিকার প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান। এ ছাড়া বিনোদন ও ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্থ ব্যয় করা হয়। ভ্রমণের জন্য ১,০০,০০০ ডলার, ব্যয়ের জন্য অতিরিক্ত ৫০,০০০ ডলার এবং বিনোদনের জন্য ১৯,০০ ডলার ভাতা পান মার্কিন প্রেসিডেন্ট। দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অঙ্কের বেতন পেয়ে থাকেন। সাবেক প্রেসিডেন্টরা ১৯৫৮ সাল থেকে প্রতি বছর ২০০,০০০ ডলারেরও বেশি পেনশন পেয়ে আসছেন।