পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার প্রধান রেলস্টেশনে শনিবার ভয়াবহ বোমা হামলা হয়েছে। হামলায় স্টেশনের ছাউনির একাংশ উড়ে যায় -ডন অনলাইন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার প্রধান রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৬ জন এবং আহত ৬২ জনের বেশি মানুষ। নিহত এবং আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস পস্ন্যাটফরমে এসে পৌঁছলে যাত্রীরা ট্রেনটিতে ওঠার জন্য জড়ো হচ্ছিলেন, এ সময়ই ঘটে বিস্ফোরণ। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় পস্ন্যাটফরমে প্রচুর জনসমাগম ছিল। তথ্যসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন, ডন, রয়টার্স
বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক বলেছেন, হামলাকারীর টার্গেট ছিল ইনফ্যান্ট্রি স্কুলের সেনাসদস্যরা। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।
বেলুচিস্তানে সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী জাতিগত দাঙ্গা এবং উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের হামলা বেড়ে গেছে। কয়েক দশকের পুরনো বিদ্রোহ বেলুচিস্তানকে অস্থিতিশীল করে তুলেছে।
কোয়েটার পুলিশ সুপার বলেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে মনে হচ্ছে। হামলার নির্দিষ্ট কারণ জানার জন্য তদন্ত চলছে।
গত আগস্টেও পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হন।