প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ফের হোয়াইট হাউসে ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বের রাষ্ট্রনেতারা অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। আর এই অভিনন্দন জানিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি।
মাইক্রোবস্নগিং সাইট এক্স (সাবেক টুইটার)-এ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পোস্ট করেন শাহবাজ। কিন্তু পাকিস্তানে এক্স নিষিদ্ধ করেছে তারই সরকার। ফলে তিনি যে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে ওই বার্তা পোস্ট করেছেন, তা প্রকাশ হয়ে গেছে।
আইনত, পাকিস্তানে নিষিদ্ধ ওয়েবসাইট খুলতে ভিপিএন ব্যবহার করা বেআইনি কাজ হিসেবে ধরা হয়। ফলে খোদ প্রধানমন্ত্রী বেআইনি কাজ করছেন কেন, প্রশ্ন তুলছেন দেশের নাগরিকরাই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লেখেন, 'দ্বিতীয় মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। পাকিস্তান ও আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে আমি আশাবাদী।'
এই পোস্ট প্রকাশ্যে আসতেই কটাক্ষ, বিদ্রম্নপের শিকার হয়েছেন শাহবাজ। চলতি বছরের গোড়াতেই পাকিস্তানে নিষিদ্ধ হয় এক্স। তথ্যসূত্র : এবিপি নিউজ