ইয়েমেনি সেনার গুলিতে সৌদির দুই সেনা নিহত
প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইয়েমেনের সেনাবাহিনীর এক সেনার গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। প্রশিক্ষণ চলার সময় হঠাৎ ওই ইয়েমেনি সেনা সৌদির কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজন নিহত হওয়ার পাশাপাশি একজন গুরতর আহত হন।
হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সেনা পাঠিয়েছে সৌদি আরব। এ ছাড়া দেশটিতে ব্যাপক বিমান হামলাও চালিয়েছে। তবে গত এক বছর ধরে সৌদি ও হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এ সময়ের মধ্যে হুতিরা লোহিত সাগরে চলাচলরত অসংখ্য জাহাজে হামলা চালালেও যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে সৌদির সেনারা পাল্টা কোনো হামলা চালায়নি।
তথ্যসূত্র : ভয়েস অব আমেরিকা