জাকার্তায় সহিংসতা ৬ জন নিহত

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জোকো উইদোদোকে বিজয়ী ঘোষণার পর রাজধানী জাকার্তায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পর জাকার্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে। নির্বাচনের ফল প্রত্যাখান করে রাস্তায় নেমে আসে বিরোধীরা। পুলিশের বেশ কিছু গাড়ি, বাস এবং একটি ডরমিটরিতে আগুন ধরিয়ে দেয় তারা। মঙ্গলবার প্রায় সারা রাত ধরেই এ সংঘর্ষ চলে। বুধবার সকাল পর্যন্ত এই সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন। বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে পুলিশ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে। গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে জোকো উইদোদোকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। সাবেক জেনারেল প্রাবয়ো সুবিয়ান্তোকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি। সহিংসতা ও অস্থিরতার আশঙ্কায় নির্ধারিত তারিখের একদিন আগে মঙ্গলবার সকালে ভোটের ফল প্রকাশ করা হয়। ফল ঘোষণার পর পরাজিত প্রার্থী সুবিয়ান্তো সংবাদ সম্মেলন করে ব্যাপক প্রতারণার অভিযোগ তোলেন। সংবাদসূত্র : রয়টার্স