আমেরিকায় শোভাযাত্রায় গুলিতে নিহত দুই
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার নিউ অরলিয়েন্সে একটি ঐতিহ্যবাহী শোভাযাত্রায় গুলিতে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৭ নভেম্বর) দুপুরে এই গুলির ঘটনা ঘটে।
পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, ৪৫ মিনিটের ব্যবধানে দুটি পৃথক গুলির ঘটনা ঘটেছে। প্রথমটি ঘটে স্থানীয় সময় দুপুর ৩-৪০ মিনিটের দিকে। তার ভাষ্যমতে, একটি গাড়ি থেকে ভিড়ের মধ্যে গুলি চালানো হয়। এতে ৯ জন আহত হন।
ঘটনাস্থলে পাওয়া ব্যালিস্টিক প্রমাণ থেকে বোঝা যায়, গুলিতে দুটি আলাদা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে অস্ত্রগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর প্রায় ৪৫ মিনিট পর কাছের একটি সেতুর ওপর দ্বিতীয় গুলির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা এখনো পরিষ্কার নয়।
এই সেকেন্ড-লাইন প্যারেডে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। কারণ, এর আগেও জনপ্রিয় এই আয়োজনে সহিংসতার ঘটনা ঘটেছে।
উলেস্নখ্য, 'সেকেন্ড লাইন' প্যারেড হচ্ছে নিউ অরলিন্সের একটি ঐতিহ্যবাহী শোভাযাত্রা, যা সাধারণত সামাজিক সহায়তা ও আনন্দ ক্লাবগুলোর আয়োজনে অনুষ্ঠিত হয়। এটি কোনো বড় উৎসব বা স্মরণীয় অনুষ্ঠানের অংশ হিসেবে হয়ে থাকে। 'সেকেন্ড লাইন' বলতে মূল ব্রাস ব্যান্ডের পেছনে অনুসরণকারী জনতাকে বোঝায়।
পুলিশ বলছে, এই প্যারেডে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, যা এই ধরনের সহিংসতার ঝুঁকি তৈরি করতে পারে। তবে তারা চেয়েছিল, 'এটি নিরাপদ ও আনন্দময় থাকুক'। তথ্যসূত্র : সিএনএন