বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
রাশিয়ার অভিযোগ

সংকট তৈরিতে তাইওয়ানকে ব্যবহার করছে আমেরিকা

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
সংকট তৈরিতে তাইওয়ানকে ব্যবহার করছে আমেরিকা

এশিয়ায় একটি গুরুতর সংকট উসকে দিতে আমেরিকা তাইওয়ানকে ব্যবহার করছে। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'তাস' প্রকাশিত একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। এ সময় তাইওয়ান নিয়ে চীনের অবস্থানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। তথ্যসূত্র : রয়টার্স

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটিকে রুদেনকো বলেছেন, "আমরা দেখতে পাচ্ছি, ওয়াশিংটন, 'এক চীন' নীতি লঙ্ঘন করে যা এর স্বীকৃতি দেয় যে, 'স্থিতিশীলতা' বজায় রাখার সেস্নাগানের অধীনেই তারা তাইপের সঙ্গে সামরিক-রাজনৈতিক যোগাযোগ জোরদার করছে এবং অস্ত্র সরবরাহ বৃদ্ধি করছে। এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের লক্ষ্য হলো- পিপলস রিপাবলিক অব চায়না (পিআরসি)-কে উসকে দেওয়া এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য এশিয়ায় সংকট তৈরি করা।"

1

স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজস্ব ভূখন্ডের অংশ বলে দাবি করে চীন। তবে তাইওয়ান তা প্রত্যাখ্যান করে।

এদিকে, আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি না থাকা সত্ত্বেও তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনকারী ও অস্ত্র সরবরাহকারী দেশ আমেরিকা। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য ৫৬ কোটি ৭০ লাখ ডলারের সামরিক সহায়তার অনুমোদন দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে