মোদি শপথ নিতে পারেন ৩০ মে

পুতিন-ম্যাখোঁ আমন্ত্রিত

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ নেয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, আগামী ৩০ মে রাষ্ট্রপতি ভবনে শপথ নিতে পারে মোদির দ্বিতীয় মন্ত্রিসভা। আর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে। সংবাদসূত্র : টাইমস নাও ২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। তবে এবারে তিনি বিশ্বনেতাদের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠাবেন। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁকে ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পাঠিয়েছে বিজেপি। আগামী ২৮ মে উত্তরপ্রদেশের বারানসিতে নিজের নির্বাচনী আসনের জনগণকে ধন্যবাদ জানাতে যাবেন মোদি। সেখান থেকে ফিরে ৩০ মে দিলিস্নর রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি।