অতিরিক্ত ভিড়ে এভারেস্টে মৃতু্য সাত পর্বতারোহীর

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক জন-জটের কবলে পড়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 'মাউন্ট এভারেস্ট'। একসঙ্গে অনেক মানুষ পর্বতারোহন করতে গিয়ে তীব্র সংকটের সৃষ্টি হয়েছে সেখানে। অতিরিক্ত ভিড়ের কারণে এভারেস্টের চূড়া থেকে নামতে গিয়ে বৃহস্পতিবার মৃতু্য হয়েছে আরও তিন পর্বতারোহীর। এই নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে সাত জন পর্বতারোহী মারা গেছেন এভারেস্টে। সংবাদসূত্র : এনডিটিভি, বিবিসি এভারেস্ট জয় করে নামার পথে এই তিন পর্বতারোহী মারা যান। মারা যাওয়া পর্বতারোহীদের মধ্যে দু'জন ভারতের ও একজন অস্ট্রিয়ার নাগরিক। প্রচন্ড ভিড়ে আটকে অক্সিজেন সংকটে পড়ে মারা গেছেন এই পর্বতারোহীরা। ভারতের দু'জন নেপালের দিক দিয়ে ও অস্ট্রিয়ার পর্বতারোহী উত্তর তিব্বতের দিক দিয়ে এভারেস্ট জয় করেছিলেন। এদিকে, স্থানীয় এক সংগঠক কেশব পাউডেল জানিয়েছেন, ভিড়ের কারণে তারা এভারেস্টের চূড়ায় প্রায় ১২ ঘণ্টা আটকে ছিলেন। এরপর তারা ক্লান্ত হয়ে পড়েন এবং শারীরিক অবস্থার অবনতি হয়। এর আগে গত বুধবার বিশ্বের সর্বোচ্চ চূড়ায় প্রাণ হারিয়েছিলেন একজন ভারতীয় ও একজন মার্কিন নাগরিক। ছবি তোলার সময় চূড়া থেকে পড়ে প্রাণ হারান ৫৫ বছর বয়সী মার্কিন নাগরিক ডোনাল্ড লিন ক্যাশ।