ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তা প্রস্তুত করছে আমেরিকা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউক্রেনের জন্য ৭২৫ মিলিয়ন (৭২ কোটি ৫০ লাখ) ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ প্রস্তুত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বুধবার দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। সূত্রগুলো বলছেন, বিদায়ী প্রেসিডেন্ট জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে কিয়েভ সরকারকে শক্তিশালী করার চেষ্টা করছেন। তথ্যসূত্র : রয়টার্স এই পরিকল্পনার সঙ্গে পরিচিত একজন কর্মকর্তা বলছেন, বাইডেন প্রশাসন ল্যান্ড মাইন, ড্রোন, স্টিংগার মিসাইল ও হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য গোলা-বারুদসহ রুশ সেনাদের অগ্রগতি রোধে মার্কিন অস্ত্রের মজুত থেকে বিভিন্ন ট্যাংকবিরোধী অস্ত্র সরবরাহের পরিকল্পনা করেছে। প্যাকেজটিতে ক্লাস্টার বোমাও অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে যা সাধারণত গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (হিএমএলআরএস) রকেটে হিমার্স লঞ্চার ব্যবহার করে ছোড়া হয়। একজন কর্মকর্তা বলেছেন, অস্ত্র প্যাকেজ বিষয়ে কংগ্রেসে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সোমবারের মধ্যেই আসতে পারে। এই প্যাকেজ অনুমোদনের জন্য আগামী দিনে বাইডেনের প্রত্যাশিত স্বাক্ষরের আগে এর বিষয়বস্তু ও আকার পরিবর্তিত হতে পারে।