মায়ের আশীর্বাদ নিতে আজ গুজরাট যাচ্ছেন মোদি

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভারতের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর মায়ের আশীর্বাদ নিতে আজ (রোববার) গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে মোদি নিজেই তার মা হিরাবেনের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা জানান। সংবাদসূত্র : এনডিটিভি শনিবার সকালের ওই টুইটে মোদি লেখেন, 'মায়ের আশীর্বাদ নিতে রোববার সন্ধ্যায় গুজরাট যাচ্ছি। পরশু দিন সকালে আমি কাশি যাব। পবিত্র ওই ভূমির মানুষজন আমার ওপর আস্থা রাখায় আমি তাদের ধন্যবাদ দিতে চাই।' মায়ের একান্ত বাধ্য ছেলে মোদি। বড় কোনো পরীক্ষার আগে তিনি নিয়মিত মায়ের আশীর্বাদ নেন। গত ২৩ মে আহমেদাবাদে ভোট দেন মোদি। তার আগে তিনি মায়ের সঙ্গে ২০ মিনিট সময় কাটান এবং পা ছুঁয়ে আশীর্বাদ নেন বলে এক বিবৃতিতে জানিয়েছিল দেশটির গণমাধ্যমগুলো। এর আগে, ২০১৪ সালের নির্বাচনের সময়ও বারবার মায়ের কাছে ছুটে গিয়েছিলেন মোদি। উলেস্নখ্য, মোদির ভাই পঙ্কজ মোদির পরিবারের সঙ্গে গুজরাটেই থাকেন তার মা। বৃহস্পতিবার মোদি তার বিজয় ভাষণে বলেছিলেন, 'ভারত বিজয়ী হয়েছে। গণতন্ত্র জিতেছে। সাধারণ মানুষ জিতেছে। এটা নতুন ভারতের জনাদেশ। আজ দেখছি, দেশের কোটি কোটি নাগরিক 'ফকির'র ঝোলা ভরে দিয়েছে।'