উচ্চকক্ষ রাজ্যসভাতেও এবার সংখ্যাগরিষ্ঠতার পথে এনডিএ

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ২০১৪ সালে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও, বহু বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভায় আটকে গেছে বিজেপি। 'ইউনাইডেটড পিপলস অ্যালায়েন্স'- ইউপিএ ও বিজেপি-বিরোধী দলগুলো একাধিকবার আটকে দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স'-এনডিএ জোটকে। সংখ্যাতত্ত্বের হিসাব বলছে, ২০২০ সালেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সেই ফাঁড়া কাটতে চলেছে। অর্থাৎ, ওই বছরই রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এনডিএ। ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় ১২৩ আসনের 'ম্যাজিক ফিগার' পার করতে চলেছে জোট। তারা হাসিল করতে চলেছে ১২৫ আসন এবং তেমনটা হলে গত ১৫ বছরে প্রথমবারের জন্য ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ১২৩ আসনের ম্যাজিক ফিগার পার করবে কোনো সরকার। সংবাদসূত্র: ইনডিয়ান এক্সপ্রেস, এএনআই গত লোকসভায় ২৮২ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচিত হয় বিজেপি। ৩৩৬ আসন নিয়ে ক্ষমতায় যায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তারপরও উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। ফলে তিন তালাক, মোটর ভেহিকল বিল, নাগরিকত্ব সংশোধনীর মতো একাধিক বিলের ক্ষেত্রে তাদের নির্ভর করতে হয় বিরোধীদের ওপর। হিসাব বলছে, আসনের নিরিখে গত বছরই রাজ্যসভায় কংগ্রেসকে ছাপিয়ে গেছে বিজেপি ও তার নেতৃত্বাধীন এনডিএ জোট। রাজ্যসভায় বর্তমানে বিজেপির আসন সংখ্যা ৭৩ এবং এনডিএর ১০১। এছাড়া তিনজন মনোনীত (নমিনেটেড) প্রার্থী স্বপন দাশগুপ্ত, মেরি কম ও নরেন্দ্র যাদব সমর্থন করেন এনডিএকে। অন্যদিকে, এককভাবে কংগ্রেসের আসন ৫০ ও ইউপিএর ৬৬। এবং তাদের মনোনীত প্রার্থী কেটিএস তুলসির সমর্থন পায় রাহুল গান্ধীর দল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, এবার হয়তো সেই বাধা কাটতে চলেছে মোদি-শাহদের। জানা গেছে, ২০২০ সালে ভারতের ১৪ রাজ্য থেকে আরও ১৯ জনকে রাজ্যসভায় এমপি হিসেবে পাঠাতে চলেছে এনডিএ। উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, গুজরাট ও মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত এমপিরা যাবেন রাজ্যসভায় এবং সেক্ষেত্রে উলেস্নখযোগ্য ভূমিকা পালন করতে চলেছে উত্তরপ্রদেশ। কারণ ওই রাজ্যেই ৩১০ জন বিধায়ক রয়েছেন গেরুয়া শিবিরের। এছাড়া আসাম থেকে তিনজন, রাজস্থান থেকে দুজন এবং ওড়িশার থেকে একজনকে রাজ্যসভায় পাঠাতে পারবে এনডিএ। তামিলনাড়ু থেকে ছয়জনকে রাজ্যসভায় পাঠাতে পারবে বিজেপির শরিক দল এআইএডিএমকে। এর সাহায্যেই গত ১৫ বছরে প্রথমবারের জন্য উচ্চকক্ষ ১২৩ আসনের ম্যাজিক ফিগার পার করতে চলেছে কোনো সরকার। বিজেপি নেতৃত্বাধীন এই জোটের ঝুলিতে যেতে চলেছে ১২৫টি আসন।