অন্ধ্রপ্রদেশে বিজেপি কংগ্রেসের চেয়ে 'না' ভোট বেশি

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক এবারের লোকসভা ভোটে বিজেপি জিতবে না কংগ্রেস; তা নিয়ে এতদিন এটাই আলোচ্য বিষয় থাকলেও দেশটির অন্ধ্রপ্রদেশের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রায় সবাই আগে থেকেই জানত, সেখানে কোনো দলই জিতবে না। তাই বলে দল দুটির ঝুলিতে এত কম ভোট! সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া টাইমস অব ইনডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিজেপি ও কংগ্রেস যে ভোট পেয়েছে, তার চেয়ে সেখানে 'না' ভোট বেশি পড়েছে। শুধু লোকসভা নয়, বরং কিছুদিন আগে হওয়া বিধানসভা নির্বাচনেও দুই জাতীয় দল বিজেপি ও কংগ্রেসের তুলনায় 'না' এর পক্ষে বেশি ভোট পড়েছিল। লোকসভা নির্বাচনে যেখানে ভারতজুড়ে বিজেপির গণজোয়ার দেখা গেছে, সেখানে অন্ধ্রপ্রদেশে দলটি পেয়েছে মাত্র ০.৯৬ শতাংশ ভোট, কংগ্রেস সামান্য বেশি, ১.২৯ শতাংশ। আর 'ওপরের কোনো দলই নয়' এই ঘরে ১.৫ শতাংশ ভোট পড়েছে। ১৭৫ আসনের অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময়ও একই চিত্র দেখা গেছে। ওই নির্বাচনে বিজেপি পেয়েছিল ০.৮৪ শতাংশ, কংগ্রেস ১.১৭ শতাংশ ভোট। আর 'ওপরের কোনো দলই নয়' ঘরে ভোট পড়ে ১.২৮ শতাংশ। ফলে উভয় নির্বাচনে উভয় দলের সব প্রার্থী জামানত হারিয়েছেন।