গরমে জীবন হাঁসফাঁস

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি প্রভাব ফেলছে বিশ্বজুড়েই। দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। কমে যাচ্ছে ফসল উৎপাদন, সেই সঙ্গে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এছাড়া কর্মজীবন, জনস্বাস্থ্য, ফসল উৎপাদনসহ নানা ক্ষেত্রে প্রভাব পড়ছে। বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। গত কয়েক দশক ধরেই বিশ্বজুড়ে আবহাওয়ার চরমভাবাপন্ন রূপ লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরও অতীতের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যের ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ ডিগ্রির তাপমাত্রা রেকর্ড হয়েছে দিন কয়েক আগেই। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা ফিলিস্তিনের গাজাতেও। গরম থেকে সাময়িক স্বস্তি পেতে ফিলিস্তিনের গাজার দুই বালক এভাবেই পানিতে ঝাঁপ দেয় -সিনহুয়া