অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে বৈঠক মোদি-জগনের

প্রকাশ | ২৭ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের অন্ধ্রপ্রদেশের জন্য 'বিশেষ মর্যাদা'র দাবি আদায়ের প্রতিশ্রম্নতিতেই বিপুল জয় পেয়েছেন জগনমোহন রেড্ডি। রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতেও বসছেন জগন। একই সঙ্গে লোকসভায় পাঠাচ্ছেন ২২ এমপিকে। লোকসভা-বিধানসভায় এই বিপুল জয়ের পর ওয়াইএসআরসিপি-প্রধান জগনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেই বিশেষ মর্যাদাই। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রথম ধাপ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে দিলিস্নতে রোববার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। সংবাদসূত্র : হিন্দুস্থান টাইমস এ ছাড়া সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গেও। প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেয়ার আগেই দিলিস্নতে জগনের এই সৌজন্য সাক্ষাৎ যে আসলে সেই 'স্পেশাল স্টেটাস' আদায়েরই উপক্রমণিকা, সো মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরাও। অন্ধ্রপ্রদেশে এবার লোকসভার সঙ্গেই বিধানসভার ভোটও হয়েছে। বিধানসভায় ১৭৫ আসনের মধ্যে ওয়াইএসআরসিপি'র প্রার্থীরা জিতেছেন ১৫১টি আসনে। মূল প্রতিপক্ষ চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির ঝুলিতে আসন সংখ্যা মাত্র ২৩। লোকসভাতেও শোচনীয় হারের মুখ দেখতে হয়েছে টিডিপি প্রার্থীদের। ২৫ আসনের মধ্যে সপ্তদশ লোকসভায় জগনের শুধু যে ২২ জন প্রতিনিধি যাচ্ছেন তাই নয়, সংসদে তৃতীয় বৃহত্তম দলও ওয়াইএসআরসিপি।