রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যে কোনো উপায়ে নিজ দেশকে রক্ষা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিয়েভের পশ্চিমা মিত্রদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা 'ওরেসনিক' হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি 'গুরুত্ব সহকারে' ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট পুতিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলে, ওই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশগুণ বেশি গতিতে ধাবিত হয়। তথ্যসূত্র : এএফপি, রয়টার্স
'ফক্স নিউজে'র সাবেক সাংবাদিক টাকার কার্লসনকে তিনি আরও বলেন, আমেরিকা ও তার মিত্রদের বুঝতে হবে যে, ইউক্রেন যুদ্ধে তাদেরকে জিততে না দিতে রাশিয়া সব উপায় অবলম্বন করবে। ল্যাভরভ বলেন, 'আমি বলতে চাইছি, আমেরিকা ও মার্কিন মিত্র, যারা কিয়েভ সরকারকে এই দূরপালস্নার অস্ত্র সরবরাহ করে, তাদের অবশ্যই বুঝতে হবে, তাদের সফল হতে না দেওয়ার জন্য আমরা যে কোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত থাকব। যাকে তারা রাশিয়ার কৌশলগত পরাজয় বলে।'
এ সময় তিনি আরও বলেন, 'তারা সারা বিশ্বে, যে কোনো দেশে, যে কোনো অঞ্চলে, যে কোনো মহাদেশে আধিপত্য বজায় রাখার জন্য লড়াই করে। আর আমরা আমাদের বৈধ নিরাপত্তার স্বার্থে লড়াই করি।' ল্যাভরভ বলেন, ২০২২ সালের ফেব্রম্নয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলার আগে, রাশিয়ার সুরক্ষা গ্যারান্টি বজায় রাখার বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেছিল ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলো।
২০২২ সালের গোড়ার দিকে রুশ সেনারা ইউক্রেনের সীমান্তে ভিড় করার সঙ্গে সঙ্গেই পশ্চিমা নেতারা মস্কোকে তার ছোট প্রতিবেশীকে আক্রমণ না করার আহ্বান জানান। আক্রমণের তিন সপ্তাহ আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ পুতিনের সঙ্গে দেখা করেছিলেন। ফরাসি প্রেসিডেন্ট তখন বলেছিলেন, তিনি আশ্বাস পেয়েছেন রাশিয়া পরিস্থিতি খারাপ করতে কোনো পদক্ষেপ নেবে না। ল্যাভরভ বলেন, ইউক্রেন একটি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তার আঞ্চলিক অখন্ডতা বজায় রাখার সুযোগ হারিয়েছে, একবার সর্বাত্মক হামলা শুরু হওয়ার আগে এবং দ্বিতীয়বার ২০২২ সালের এপ্রিলে তুরস্কে অনুষ্ঠিত আলোচনায়। তার ভাষায়, 'আমরা এই যুদ্ধ শুরু করিনি। বছরের পর বছর ধরে আমরা সতর্কবার্তা পাঠিয়েছিলাম, ন্যাটোকে আমাদের সীমান্তের কাছাকাছি সম্প্রসারিত করার সমস্যা তৈরি করতে চলেছে।'
তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়া দুই সপ্তাহ আগে দিনিপ্রোতে ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। ইউক্রেনের জন্য আমেরিকার এটিএসিএমএস অস্ত্র পদ্ধতি কার্যকর হওয়ার পর মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করে।
সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ অভিযোগ করেন, রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে চাইছে আমেরিকা। ইউক্রেনে সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, ট্রাম্প দ্রম্নত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধ পরিকর। যদিও কোন্ প্রক্রিয়ায় তা শেষ হবে, সে বিষয়ে ল্যাভরভ কিছু জানেন না বলে সাক্ষাৎকারে উলেস্নখ করেছেন। ডোনাল্ড ট্রাম্প বিষয়ে তিনি আরও বলেছেন, ট্রাম্প হচ্ছেন এমন মানুষ, যিনি ফল দেখতে চান।