ক্যালিফোর্নিয়া কাঁপল ৭ মাত্রার ভূমিকম্পে
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে সাত।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ভূমিকম্পের পর স্থানীয় ১০ হাজারের বেশি মানুষ বিদু্যৎবিহীন অবস্থায় রয়েছেন।
ভূমিকম্পের প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি যে ভবনে ছিলেন, তার ভেতরে মনে হচ্ছিল, প্রতিটি ঘরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তথ্যসূত্র : বিবিসি