রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মস্কো কিয়েভের পাল্টাপাল্টি হামলা

রাশিয়া ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে : অভিযোগ জেলেনস্কির রাশিয়ার অভ্যন্তরেও ইউক্রেনের একাধিক ড্রোন হামলা

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউক্রেনে ৯৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি খাত ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে, পাল্টা হিসেবে রাশিয়ার অভ্যন্তরেও ড্রোন ব্যবহার করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার ভোররাতে এই হামলার সময় মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলে জ্বালানি সংরক্ষণের একটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের ভেতর ড্রোনের আঘাতে ঘরবাড়ির জানালা ভেঙে গেছে। তথ্যসূত্র : এএফপি, গার্ডিয়ান সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, কিয়েভের বিরুদ্ধে আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ৯৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার হামলা প্রতিরোধে পশ্চিমা দেশগুলোর কাছে তিনি আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বানও জানিয়েছেন জেলেনস্কি। এর আগে ইউক্রেনের বিদু্যৎ স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। শুক্রবার সকালের দিকে এসব হামলা চালানো হয়। কিয়েভ জানিয়েছে, ওডেশার কৃষ্ণ সাগর বন্দরে ও ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অন্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলতি বছর ইউক্রেনের বিদু্যৎ স্থাপনাগুলো লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত মাসে এই হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদু্যৎহীন থাকছে। একটি সূত্র জানিয়েছে, শুক্রবার ইউক্রেনের বিদু্যৎ উপকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া। শুধু বিদু্যৎ নয়, সম্প্রতি গ্যাস অবকাঠামোতেও হামলা শুরু হয়েছে। রাশিয়ার অভ্যন্তরেও ইউক্রেনের একাধিক ড্রোন হামলা পাল্টা হিসেবে ইউক্রেনও রাশিয়ায় হামলা চালিয়েছে। রাশিয়ার ওরিওল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ শনিবার সকালে বলেন, একটি অবকাঠামোতে 'ব্যাপক হামলা'র কারণে আগুন ধরে যায়। ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভস্নাদিমির কনদ্রাতিয়েভ বলেন, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। একটি ড্রোনের আঘাতে গ্রামের বাড়িগুলোর জানালা ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আর ইউক্রেনের উত্তর সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাতটি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্স্নাভ গস্ন্যাডকভ বলেন, দুটি গ্রামে ইউক্রেনের হামলায় একজন বাসিন্দা আহত হয়েছেন এবং একটি বাড়িতে আগুন লেগেছে। এদিকে, আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখন্ডের গভীরে হামলা চালানোয় ইউক্রেনের তীব্র নিন্দা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রাশিয়ার ভেতরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়াকে 'পাগলামি' বলেও আখ্যা দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার 'টাইম ম্যাগাজিনে' দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'এটা পাগলামি। রাশিয়ার কয়েকশ' মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা এটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি ও পরিস্থিতি আরও জটিল করে তুলছি। এটা করতে দেওয়া উচিত হবে না।'