বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প!

যাযাদি ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প!
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের প্রচারে বারবার কড়া অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রম্নতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষে কড়া দাবি জানিয়ে আসছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবার সেই প্রতিশ্রম্নতি রক্ষায় তৎপর হলেন ট্রাম্প। এর ফলে প্রায় ১৮ হাজার ভারতীয় সমস্যার মুখে পড়তে যাচ্ছেন। তথ্যসূত্র :এএফপি

আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তর এরই মধ্যে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আর সেই 'প্রথম দফার তালিকা'য় রয়েছেন ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় নাগরিক। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে।

1

প্রসঙ্গত, সরকারি তথ্য অনুযায়ী আমেরিকায় অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা প্রায় সাত লাখ ২৫ হাজার। মেক্সিকো এবং এল সালভাদর ছাড়া অন্য কোনো দেশ থেকে এত অবৈধ অভিবাসী হয়নি আমেরিকায়। শুধু অবৈধ অভিবাসীরাই নন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রম্নতি বাস্তবায়িত হলে ঘোর অনিশ্চয়তার সামনে পড়বে আমেরিকার অন্তত আড়াই লাখ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে