জর্জিয়ায় রুশপন্থি প্রেসিডেন্ট মনোনীত ক্ষমতাসীন দলের
প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
জর্জিয়ার রুশপন্থি ক্ষমতাসীন দল 'জর্জিয়ান ড্রিম' কট্টর ডানপন্থি এক সমর্থক মিখাইল কাভেলাশভিলিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে চলেছে। শনিবারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটিতে সাংবিধানিক সংকট আরও গভীর হয়েছে। তথ্যসূত্র : গার্ডিয়ান
প্রেসিডেন্ট নিয়োগ দিতে শনিবার পার্লামেন্টে কয়েক ঘণ্টা ধরে ভোটাভুটি হওয়ার কথা। সারাদেশে জর্জিয়ান ড্রিম দলের প্রতি অনুগত পার্লামেন্ট সদস্য এবং স্থানীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজের ৩০০ সদস্য সরাসরি ব্যালটে ভোট দেবেন। কাভেলাশভিলি পিপলস পাওয়ার পার্টির প্রতিষ্ঠাতা। জর্জিয়ায় পশ্চিমাবিরোধী প্রচারণা চালানোর ক্ষেত্রে তাকে প্রধান কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।