বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আরজি করের ঘটনায় দুই অভিযুক্তের জামিনে উত্তাল পশ্চিমবঙ্গ

যাযাদি ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আরজি করের ঘটনায় দুই অভিযুক্তের জামিনে উত্তাল পশ্চিমবঙ্গ

গত ৯ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের প্রথম সারির মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজি করে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে কর্মস্থলে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার সাবেক ওসি অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন। তথ্যসূত্র : এবিপি

গত ১৪ আগস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল বু্যরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তথ্য-প্রমাণ লোপাটসহ দেরিতে অভিযোগ দায়ের করা ছাড়াও একাধিক অভিযোগে তাদের গ্রেপ্তার করে।

1

৯০ দিনের বেশি সময় হেফাজতে রাখার পরও সিবিআই তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দিতে পারেনি। ফলে এই দুই অভিযুক্তকে দুই হাজার রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।

আরজি করের ঘটনায় এই দুইজন জামিন পাওয়ায় ফের রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল, মিটিং ও অবরোধ।

শনিবার কংগ্রেসের পক্ষ থেকে সিবিআইয়ের সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপেস্নক্সে ঘেরাও অভিযান চলে। এছাড়াও কলকাতার মহাত্মা গান্ধী রোড অবরোধ করে স্টুডেন্ট ফেডারেশন অব ইনডিয়া। কলকাতার বিভিন্ন স্থানে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে চিকিৎসকদের সংগঠনগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে