বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কৃষকদের 'দিলিস্ন চলো' অভিযান ফের আটকাল পুলিশ

যাযাদি ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কৃষকদের 'দিলিস্ন চলো' অভিযান ফের আটকাল পুলিশ

ভারতের কৃষকদের 'দিলিস্ন চলো' অভিযানকে কেন্দ্র করে দিলিস্ন-পাঞ্জাবের শম্ভু সীমানায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে ১০১ জন কৃষক দিলিস্নর উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু শম্ভু সীমানায় তাদের আটকে দেয় পুলিশ। আন্দোলনরত কৃষকরা ব্যারিকেড টপকে এগোতে গেলেই তাদের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় পুলিশের। তথ্যসূত্র : এবিপি নিউজ

বিক্ষোভকারীদের জমায়েত সরাতে জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে ১৭ জন কৃষক আহত হয়েছেন। তারপরই কৃষকরা তাদের 'দিলিস্ন চলো' অভিযান স্থগিত করেন। আবার 'দিলিস্ন চলো' অভিযান করবেন, নাকি অন্য পথে আন্দোলন চালিয়ে যাবেন, তা নিজেদের মধ্যে বৈঠক করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষকরা।

1

ফসলের নূ্যনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা এবং বিদু্যতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলো। গত ১৩ ফেব্রম্নয়ারি থেকে কৃষকরা দিলিস্ন সংলগ্ন পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন।

নভেম্বর থেকে দফায় দফায় 'দিলিস্ন চলো' কর্মসূচি নিয়েছেন তারা। কিন্তু প্রতিবারই আটকে দেওয়া হয় তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে