ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর প্রবেশাধিকার ও দেশটির স্থাপনা পরিদর্শনে বাধা দেবে না। শনিবার দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান এই তথ্য জানিয়েছেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের ফোরদো স্থাপনায় আইএইএ'র কঠোর পর্যবেক্ষণে সম্মত হয়েছে।
খবরটি এমন সময় এলো, যখন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু অস্ত্র তৈরির গ্রেডের কাছাকাছি ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে।
গত সপ্তাহে আইএইএ জানিয়েছে, ইরান দেশে ইউরেনিয়াম সমৃদ্ধির গতিকে ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় নিয়ে গেছে, যা ফোরদোতে ৮০ শতাংশের কাছাকাছি।
পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির বরাতে ইরানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, 'আমরা সংস্থাটির পরিদর্শন ও প্রবেশে কোনো বাধা তৈরি করিনি এবং করবও না।'
তিনি আরও বলেন, 'আমরা সুরক্ষার কাঠামোর মধ্যে কাজ করি এবং সংস্থাটিও এই নীতি অনুযায়ী কাজ করে- না কম, না বেশি।' তথ্যসূত্র : রয়টার্স